সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ)’র SMART-Fisheries উপ-প্রকল্পের কার্যক্রম ও বাস্তবায়ন নীতিমালা বিষয়ে স্টাফদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রকল্পের ফোকাল পার্সন ও উপ-নির্বাহী পরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান সভাপতিত্ত্ব করেন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার স্বপ্নদ্রষ্টা, নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সামাদ মহোদয়।
এতে সেশন পরিচালনা করেন জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত কৃষি পরিবেশ ও সমাজ সংগঠক অধ্যাপক মোঃ আব্দূল মতিন (মতিন সৈকত), সংস্থার সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ আমির হোসেন, প্রকল্প ব্যবস্থাপক মাসুদ আলম, পরিবেশ ও আরইসিপি অফিসার মোঃ সাহেদুল ইসলাম, এমআইএস ও ডকুমেন্টেশন অফিসার মোঃ কৌশিক আহম্মেদ ও টেকনিক্যাল অফিসার (ফিশারিজ) মোঃ মেহেদী হাসান প্রমুখ।
আজ (শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪) সিসিডিএ আদমপুর কার্যলয়ের প্রশিক্ষণ কেন্দ্রের এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন প্রকল্প আওতাভুক্ত শাখার ব্যবস্থাপক, এলাকা কর্মকর্তা ও সংশ্লিষ্ট জোন প্রধানসহ সংস্থার ৩৭ জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
উক্ত প্রশিক্ষণে SMART প্রকল্পের পটভূমি, প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রা, উপ-প্রকল্পের ব্যবসায়ীক সেক্টর ও পরিবেশগত ক্যাটাগরী পরিচিতি, কর্ম-এলাকা (জেলা, উপজেলা ও শাখা), শাখা ভিত্তিক সদস্য, ঋণের লক্ষ্যমাত্রা, RECP কি, কেন, RECP বাস্তবায়ন কৌশল, RECP বাস্তবায়নে মৎস্যচাষের কী কী উন্নয়ন সম্ভব, RECP বাস্তবায়নে কী কী সুবিধা প্রদান করা হবে, RECP বেইজড লাইন স্ক্রিনিং কী, কেন ও কীভাবে সংগ্রহ ও সংরক্ষন করতে হবে, RECP Promisorry কী ও কীভাবে সংগ্রহ করতে হবে, RECP package কী কী? কী কী উপকরন দিয়ে প্যাকেজ বিন্যাসিত হয় , সদস্যগন কী কী চর্চা নিজ হতে বাস্তবায়ন করবেন, RECP চুক্তিপত্র সম্পন্ন, পরিবেশ ক্লাব কি, কিভাবে পরিচালিত হবে, প্রশিক্ষণ আয়োজন বিষয়ক সাধারণ নির্দেশনা, প্রশিক্ষণ আয়োজনের পূর্বে ও পরে করণীয়, প্রশিক্ষণ প্রতিবেদন প্রস্তুত করা, ক্রেডিট লাইন পরিচিতি , বিতরনের ক্ষেত্র ও গুচ্ছ বর্ননা, সিলিং, এভারেজ সাইজ, আদায়যোগ্য পদ্ধতি, সদস্য/ঋনী বিবেচনার বিবেচ্য বিষয় সমূহ, ঋনের প্রোফাইল পূরনে সতর্কতা, আয়বর্ধনমূলক ও আয়বহিভূত সাধারন সেবার বর্ননা, উপ-প্রকল্পের উদ্যোক্তাদের অ্যাকশন অরিয়েন্টেট ছবি, সাফল্যের কেইস ষ্টাডী, অর্জনকৃত জ্ঞানের রিপ্লিকেশন, কমিউনিটি কনসালটেশন ও আয়বহির্ভূত সাধারন সেবা পরিচালনার কমিটি ফরমেশন, Grievance Redress Mechanism (GRM), Community Consultation, Social Management Framework ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রকল্পের ফোকাল পার্সন মহোদয় উপস্থিত সকলকে প্রকল্প বিষয় জ্ঞান অর্জন করে তা মাঠ পর্যায়ে সঠিক ভাবে উপস্থাপনের পরামর্শ দেন, সেই সাথে প্রকল্পের সকল কর্মকান্ড বাস্তবায়নে প্রত্যেক কর্মকর্তকে আন্তরিকতার সাথে সচেষ্ট থাকতে আহ্ববান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী পরিচালক মহোদয় প্রকল্পের খাত, সেক্টর ও ক্লাস্টারের সাথে সাথে উদ্যোগের অভিজ্ঞতা, স্থায়ীত্ব ও পরিবর্তনের আগ্রহ উদ্যোক্তাদের নির্বাচনে গুরুত্ব দিতে পরমর্শ দেন। সেই সাথে সকল সদস্য যেন প্রকল্পের শেষদিন পর্যন্ত সদস্য থেকে উপকৃত হতে পারে সেখানে প্রত্যেকে সতর্কতার সাথে ঋণ বিতরনের জন্য আদেশ দেন।
সবশেষে কিভাবে কাজ করলে সকলে মিলে সফলভাবে প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয় উন্মুক্ত আলোচনা ও মতামত গ্রহণ করা হয় ও সবার সুস্বাস্থ্য কামনা করে ওরিয়েন্টেশন কর্মশালার সমাপ্তি ঘোষনা করেন।
#SMART #PKSF #CCDA #stafforientation