জাতীয় মৎস্য পুরষ্কার - ২০২৪ অর্জন করেছে সিসিডিএ

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এ নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় মৎস্য সম্প্রসারণ ও যান্ত্রীকীকরণে বিশেষ অবদান রাখায় সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিস্টেন্স (সিসিডিএ) জাতীয় মৎস্য পুরষ্কার - ২০২৪ এ ভূষিত হয়েছে।

৩০ জুলাই থেকে ০৫ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এই অনুষ্ঠানের এবারের স্লোগান ছিল “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”, এরই ধারাবাহিকতায় নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সিসিডিএ’র Rural Microenterprise Transformation Project (RMTP) প্রকল্পের আওতায় চলমান কার্যক্রমের মাধ্যমে মৎস্য উৎপাদন, মৎস্য চাষ সম্প্রসারণ এবং খামার যান্ত্রীকীকরণের মাধ্যমে বাংলাদেশের মৎস্য খাতে অসামান্য অবদান রাখায় প্রতিষ্ঠানটিকে এই পুরষ্কার প্রদান করা হয়।

 ৩১ জুলাই ২০২৪ তারিখে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর মনোহরদী, নরসিংদী এর আয়োজনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে সিসিডিএ কে মাছ চাষে উল্লেখযোগ্য অবদানের জন্যে শ্রেষ্ঠ সংস্থা হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন শিল্পী মনোহরদী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সিসিডিএর সম্মানিত নির্বাহী পরিচালক জনাব মোঃ আব্দুস সামাদ, উপ -নির্বাহী পরিচালক জনাব মোঃ লুৎফুর রহমান, উপ-পরিচালক জনাব মোহাম্মদ আলী, জোনাল অফিসার জনাব মোঃ আব্দুল জলিল, ভিসিএফ সোহাগ চন্দ্র সরকার, খামার ব্যবস্থাপক, মৎস্যচাষী, হ্যাচারী মালিক, আড়ৎদার, ফিড কোম্পানির মালিক ও অন্যান্য মার্কেট এক্টর।

 পুরষ্কার গ্রহণ শেষে মনোহরদী উপজেলা ভাইস চেয়ারম্যান, সিসিডিএ’র নির্বাহী পরিচালক, উপ-নির্বাহী পরিচালক, উপ-পরিচালকসহ সংস্থার অন্যান্য কর্মীগণ নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীতে পোনা অবমুক্ত করেন।

এর আগে সিসিডিএ’র RMTP প্রকল্পের কর্মীগণ জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে প্রকল্প এলাকা মনোহরদীতে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেন।

উল্লেখ্য, মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২২-২০২৩ অর্থবছরে মাছ উৎপাদন হয়েচছে ৪৯.১৫ লক্ষ মেট্রিক টন এবং দেশের মোট জনগোষ্ঠীর ১২ শতাংশের অধিক মৎস্য সেক্টরের বিভিন্ন কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়োজিত থেকে জীবন-জীবিকা নির্বাহ করছে। প্রাকৃতিক জলাশয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ বান্ধব ও উন্নত প্রযুক্তিনির্ভর কার্যক্রম গ্রহণের ফলে দেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার রিপোর্ট অনুযায়ী বিগত ১০ বছরের হিসেবে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। দেশের সাফল্য বিশ্ব পরিমন্ডলেও স্বীকৃত। The state of world Fisheries and Aquaculture 2022 এর তথ্য অনুযায়ী ইলিশ উৎপাদনকারী ১১ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বিশ্বে প্রথম, অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে বাংলাদেশ ২য়, মিঠা পানির মাছ উৎপাদনে চতুর্থ এবং বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে পঞ্চম। তেলাপিয়া উৎপাদনে বাংলাদেশ বিশে চতুর্থ এবং এশিয়ার মধ্যে তৃতীয়। পাশাপাশি বিশ্বে সামুদ্রিক ও উপকূলীয় ক্রাস্টাশিয়া ও ফিনফিশ উৎপাদনে যথাক্রমে ৮ম ও ১২ তম স্থান অধিকার করেছে। আর বাংলাদেশের মৎস্য খাতে এসকল সাফল্যে সিসিডিএ RMTP, SEP সহ অন্যান্য আরো প্রকল্প, কার্যক্রম ও কর্মসূচির মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।