মৎস্য উদ্যোগ সম্প্রসারণ ও আয় বহুমাত্রিকীকরনে Fish farming with dike cropping বিষয়ক প্রদর্শনী প্রদান।
সিসিডিএ SMRAT-Fisheries প্রকল্পের বাখরাবাদ-০২ ও মোহাম্মদপুর-৫১ শাখার সদস্য মোঃ ফয়সাল আহমেদ ও শিল্পী বেগমের মৎস্য খামারে Enhancing common facilities and enabling environmental systems for ME clusters বিষয়ক ভুক্ত কর্মকাণ্ডের আত্ততায় Demonstration on Fish farming with dike cropping প্রদান করা হয়।
মৎস্যচাষের জলাশয়ের বাধঁ ছায়ামুক্ত ও উন্মুক্ত রাখা শ্রেয়। এতে দিনের অধিকাংশ সময় সূর্যের আলো পরে, যার প্রভাবে পুকুরে স্বাভাবিক অক্সিজেন সরবরাহ ও প্রাকৃতিক খাবার তৈরী হয়।
তাই বড় বড় গাছের পরিবর্তে সবজি আবাদ করলে মাছের পাশাপাশি অতিরিক্ত আয় বৃদ্ধি করা যায়। তাই প্রকল্পের উদ্যোগে পুকুরে মাছ ও পারে সবজি চাষের জন্য মৎস্য উদ্যোক্তাদের উৎসাহ সৃষ্টির লক্ষ্যে এ ধরনের প্রদর্শনী প্রদান করা হচ্ছে।
যার প্রভাবে মৎস্যচাষের উদ্যোগে পরিবেশগত উন্নয়নের পাশাপাশি আয়ের বহুমাত্রিকীকরন হবে এবং অর্থনৈতিক কর্মক্ষমতা উন্নত হবে।
প্রদর্শনী প্রদানকালে উপস্থিত ছিলেন এলাকা কর্মকর্তা মোঃ আবুল কালাম কাজী, শাখার কর্মসূচি কর্মকর্তা প্রহ্লাদ কুমার ও উপ-প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।