🕌 ঈদ-উল-আযহার
শুভেচ্ছা 🌙
ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক আমাদের
মানবতা, ঈদের আনন্দ
ছড়িয়ে পড়ুক সকলের ঘরে—সমানভাবে, শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে।
সিসিডিএ-তে আমরা বিশ্বাস করি, ত্যাগ মানেই
কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং একে অপরের পাশে দাঁড়ানো ও সমাজে
ন্যায়ের আলো ছড়িয়ে দেওয়া। আসুন, এই ঈদে আমরা প্রতিজ্ঞা করি-পরিবেশ, সমাজ ও মানুষের
জন্য আরও দায়িত্বশীল হবো।
ঈদ মোবারক!
---নির্বাহী
পরিচালক, সিসিডিএ
