"Climate Vulnerability, RECP and Environmental Management" বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ

১৯ই ফেব্রুয়ারী, ২০২৫ তারিখে, সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) কর্তৃক বাস্তবায়িত "Adopting Technologies and Practices for Resilient Green Growth in Fisheries Sub-Sector under Sustainable Microenterprise and Resilient Transformation (SMART)" প্রকল্পের আওতায় মোহাম্মদপুর-০০৫ শাখায় "Climate Vulnerability, RECP and Environmental Management" বিষয়ক একটি দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণে মোহাম্মদপুর-০০৫ শাখার ২৫ জন মৎস্য চাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, পরিবেশ ব্যবস্থাপনা, দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণের মাধ্যমে মৎস্য খাতকে অধিকতর টেকসই করা।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক খন্দকার মাহবুব পাশা এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন চৌধুরী, দাউদকান্দি উপজেলা । 

মহোদয়গন জলবায়ু পরিবর্তনের প্রভাব, দূষণের কারণ ও প্রতিকার, এবং পরিবেশবান্ধব চাষাবাদের কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

এছাড়া, প্রশিক্ষণে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, বাস্তুতন্ত্রের টেকসই ব্যবস্থাপনা, পরিবেশের উপাদান ও দূষণ, এর প্রভাব ও উত্তরণ প্রক্রিয়া, Resource Efficient Cleaner Production (RECP) পদ্ধতি ও বাস্তবায়ন কৌশল, শোভন কর্মপরিবেশ এবং জেন্ডার সমতা নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা মৎস্য চাষে পরিবেশবান্ধব প্রযুক্তি ও প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের কৌশল সম্পর্কে বাস্তবসম্মত ধারণা লাভ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সিসিডিএ-এর SMART প্রকল্পের আওতাধীন উপ-প্রকল্প ব্যবস্থাপক জনাব মাসুদ আলম, টেকনিক্যাল অফিসার জনাব মেহেদী হাসান, এমআইএস ও ডকুমেন্টেশন অফিসার জনাব কৌশিক আহমেদ, ফাইন্যান্স অফিসার আব্দুল আহাদ, পরিবেশ ও RECP কর্মকর্তা মোঃ সাহেদুল ইসলাম এবং সহকারী টেকনিক্যাল অফিসার মোঃ সুজন মিয়া, কাকন চক্রবর্তী ও তানভীর উদ্দিন রাকিব।

এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া, পরিবেশবান্ধব চাষ পদ্ধতি গ্রহণ এবং কর্মপরিবেশ উন্নয়নের বিষয়ে দক্ষতা অর্জন করেন, যা ভবিষ্যতে তাদের মৎস্য চাষকে আরও টেকসই করতে সহায়তা করবে।