২২ মার্চ, বিশ্ব পানি দিবস

এ বিশেষ দিবসে সিসিডিএ কর্তৃক বাস্তবায়নাধীন উপ-প্রকল্প "Adopting Technologies and Practices for Resilient Green Growth in Fisheries Sub-Sector under Sustainable Microenterprise and Resilient Transformation (SMART)" Project. এর আওতায় আদমপুর মডেল পরিবেশ ক্লাবের উদ্যোগে  আয়োজিত মাসিক পরিবেশ উন্নয়ন সভায়  এ দিবসের গুরুত্ব ও দিবসটির প্রতিপাদ্য বিষয়ে আমাদের করনীয় সম্পর্কে বিশেষভাবে আলোচনা করা হয়। 

ভূগর্ভস্ত পানির ব্যবহার নিশ্চিতে এবং অপচয় রোধে দিনটি বিশেষভাবে পালিত হয় বিশ্বব্যাপী। এবারের পানি দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে— ‘মাটির নীচের পানি অশেষ নয়, আপনার সন্তানের স্বার্থে পানি ব্যবহারে যত্নশীল হউন’।

পৃথিবীর তিন–চতুর্থাংশই পানি। তবে এর মাঝে ৯৭ ভাগ পানি লবনাক্ত। ৩ ভাগের মধ্যে ১ ভাগ সুপেয় পানি, যা পান করা যায়।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্যমতে, বিশ্বের প্রায় ৭৭ কোটির বেশি মানুষ নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত। আর প্রতিবছর অনিরাপদ পানি ও দুর্বল পয়োনিষ্কাশনের জন্য প্রায় ১০ লাখেরও বেশি মানুষ মারা যায়।

অধিকাংশ মানুষই সচেতন কিংবা অসচেতনভাবেই পানি অপচয় করে থাকে, যা প্রাণীকুলের জন্য ক্ষতিকর। তাই পানির গুরুত্ব বোঝা এবং এর সংরক্ষণ অত্যন্ত জরুরি।

উপস্থিতিদের মাঝে বিভিন্ন আলোচনার মাধ্যমে পানির গুরুত্ব বুঝিয়েছেণ জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত ও এগ্রিকালচার ইমপোর্টেন্ট পার্সন (এআইপি) এবং আদমপুর মডেল পরিবেশ ক্লাবের সভাপতি অধ্যাপক এমএ মতিন (মতিন সৈকত)।

এসময় উক্ত মডেল ক্লাবেন সদস্যদের পাশাপাশি সিসিডিএ’র বিভিন্ন শ্রেনীর কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।