স্যানিটারি ন্যাপকিন উদোক্তাদের রেসিডেন্সিয়াল প্রশিক্ষণ

সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) ২৯ ও ৩০ সেপ্টেম্বর '২৪ তারিখ বিডি ওয়াশ

প্রকল্পের আওতায় এইড-কুমিল্লা, রঘুপুর, কুমিল্লায় স্যানিটারি ন্যাপকিন উদোক্তাদের একটি রেসিডেন্সিয়াল প্রশিক্ষণ আয়োজন করে।

 

উক্ত প্রশিক্ষণে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ২০ টি  উপজেলার ৩২ জন নারী উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি পিকেএসএফ'র জেন্ডার কনসালট্যান্ট, শার্মিন ফরহাত ওবায়েদ ম্যাডাম পরিচালনা করেন।

 

এতে উপস্থিত ছিলেন এইড-কুমিল্লার নির্বাহী পরিচালক মহোদয় রোকেয়া বেগম শেফালী, সিসিডিএ’র  সহকারী পরিচালক সাখাওয়াত আলী চৌধুরী, প্রকল্পের ফোকাল পার্সন সাব্বির বিন এহসান  এবং  প্রকল্পের অফিসার মোঃ সোহেল রানা।